ইসলামিক

অযুর দোয়া ও নিয়ত আরবি ও বাংলা অনুবাদ সহ

অযুর দোয়া ও নিয়ত আরবি ও বাংলা অনুবাদ সহ: আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক বৃন্দ আপনাদের সকলকে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের পোস্ট। আমাদের আজকের পোস্টটি হচ্ছে অযুর দোয়া সম্পর্কিত একটি পোস্ট অর্থাৎ আমরা আজকে আমাদের এই পোস্টটিতে আপনাদের মাঝে অযুর দোয়াটি সুন্দরভাবে তুলে ধরবো। অনেকেই অনলাইনে অযুর দোয়াটি সুস্পষ্টভাবে জানার জন্য অনুসন্ধান করে থাকে। আজকে আমরা তাদের জন্য নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে ওযুর দোয়া সম্পর্কিত এই পোস্টটি। আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটে ওযুর দোয়াটি বাংলা ও আরবিতে উপস্থাপন করেছি। যা থেকে আপনারা সহজেই দোয়াটি রাখতে পারবেন। আশা করি আমাদের আজকের এই পোস্ট থেকে আপনারা ওযুর দোয়াটি সংগ্রহ করতে পারবেন।

অযু ইসলামী শরীয়তের ভাষায় গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি হচ্ছে ইসলামের বিধান অনুসারে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি পদ্ধতি। মুসলিম জাতির জীবনে অযু গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। কেননা সকল ধর্মীয় ও পবিত্রতার প্রতি হচ্ছে অযু। এটি মানুষকে পবিত্র করে তোলে। ইসলাম ধর্মালম্বীদের পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করা বাধ্যতামূলক। অযু বিভিন্ন ভাবে করা হয়। যেমন পানি দ্বারা ওযু করা যায় আবার ঝরনা ও সাগরের পানি দ্বারা ওযু করা যায়।

এমন কি বরফ গলা পানি দিয়েও অজু করার বিধান রয়েছে। তবে এটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পানি দ্বারা করা যাবে না। ওযুর পানি অবশ্যই পরিষ্কার হতে হবে। কেননা অজু পরিপূর্ণ না হলে নামাজ পরিপূর্ণ হবে না। পূর্ণাঙ্গ রূপে নামাজ আদায় প্রথম শর্ত আছে সঠিকভাবে ওযু করা। সঠিক নিয়ম অনুসারে অযু করে পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তাই আমাদের সঠিকভাবে ওযু করতে হবে।

ওযুর দোয়া

অযু করা নামাজের প্রথম শর্ত। পরিপূর্ণভাবে ওযু করার জন্য অযুর একটি দোয়া রয়েছে। আজকে আমরা আমাদের আলোচনায় সেই দোয়াটি আপনাদের মাঝে উপস্থাপন করব। অনেকেই অনলাইনে অজুর দোয়াটি সঠিকভাবে জানার জন্য অনুসন্ধান করে থাকে তাদের জন্যই আমরা আজকে আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছি অযুর দোয়া সম্পর্কিতই পোস্টটি। আমাদের এই পোস্টে আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে অযুর দোয়াটি সুন্দরভাবে উপস্থাপন করেছি আপনারা আমাদের আজকের এ পোস্টটি সংগ্রহ করে ওযুর দোয়াটি সংগ্রহ করতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট থেকে অযুর দোয়াটি সংগ্রহ করে আপনি আপনার পরিবার-পরিজন বন্ধুদের মাঝে দোয়াটি শেয়ার করে দিয়ে তাদেরকে দোয়াটি সম্পর্কে জানাতে পারবেন। নিচে অযুর দোয়াটি তুলে ধরা হলো:

অযুর দোয়া ও নিয়ত আরবি ও বাংলা

উচ্চারনঃ নাওয়াইতু আন আতাওয়াজ্জায়া লিরাফয়িল হাদাসি ওয়া ইস্তিবাহাতা লিছছালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তা’য়ালা।

অর্থ : আমি ওযুর নিয়ত করছি যে নাপাকি দূর করার জন্য বিশুদ্ধরূপে নামাজ আদায়ের উদ্দেশ্য এবং আল্লাহ তা’য়ালা।

অযুর দোয়া বাংলা উচ্চারণঃ ( বিসমিল্লাহি আল্যিয়ুল আযিম। আলহামদুলিল্লাহি আলা দ্বীন-ই ইসলাম, আলইসলামু-হাক্কু, ওল কুফরে বাতীলুন, ওল ইসলামু নূরুন, ওল কুফরে জুল্বমাত )

ওযুর পূর্বে দোয়া

অজু করার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ার কথা হাদীসে এসেছে। {আবু দাউদ-১/১৪, তিরমিজী-১/১৩, কিতাবুল আজকার-২/২}

অজুর শেষে উপরের দিকে তাকিয়ে পড়বে

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

বাংলা উচ্চারণ– আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহূ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। {সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৯৯১২, সুনানে আবু দাউদ, হাদীস নং-১৬৯, সুনানে দারেমী, হাদীস নং-৭১৬, সহীহ মুসলিম, হাদীস নং-২৩৪, কানযুল উম্মাল, হাদীস নং-২৬০৭৪}

অযুর দোয়া কখন পড়তে হয়?

ওযুর শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে ওযু শুরু করতে হয়। আর অজুর মাঝে পড়বে

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي

আল্লাহুম্মাগফিরলী জাম্বী ওয়া ওয়াসসি’লী ফী দারী ওয়া বারিকলী ফী রিযকী। অজুর শেষে উপরের দিকে তাকিয়ে পড়বে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *