ঈদ

ঈদুল ফিতরের কবিতা ২০২৩

ঈদুল ফিতরের কবিতা: আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে এসেছি আমাদের ওয়েব সাইটে নতুন একটি প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের মাঝে ঈদুল ফিতরের বেশ কিছু কবিতা তুলে ধরব। ঈদ উপলক্ষে অনেকেই অনলাইনে ঈদুল ফিতরের নতুন নতুন কবিতা গুলো অনুসন্ধান করে থাকেন। তাদের উদ্দেশ্যে মূলত আমরা আজকে ঈদুল ফিতরের কবিতা গুলো উপস্থাপন করেছি। আপনারা আমাদের আজকের এই প্রতিবেদন থেকে ঈদুল ফিতরের কবিতাগুলো সংগ্রহ করে আপনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাতে আমাদের এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের ঈদুল ফিতরের কবিতা গুলো আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

প্রতিবছর পবিত্র রমজানের কার্যক্রম শেষ হওয়ার মাধ্যমে আমাদের মাঝে ঈদুল ফিতর উদযাপন হয়ে থাকে। ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব গুলোর মধ্যে অন্যতম একটি। এটি বিশ্বের প্রতিটি মুসলিম উদযাপন করে থাকে। ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছর প্রতিটি মুসলিমের মাঝে বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রতিটি মানুষ ঈদ উপলক্ষে আপনজনদের মাঝে ঈদের দিন কাটানোর জন্য ফিরে আসে। ঈদুল ফিতর সামাজিকভাবে সমাজের প্রতিটি মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আবদ্ধ করে রাখে। ঈদ উপলক্ষে সমাজের প্রতিটি মানুষ সকল ধরনের বৈষম্য ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এবং একে অপরের সাথে ঈদের আনন্দ ও খুশি ভাগাভাগি করে নেয় । প্রতিবছর ঈদ মূলত আমাদের মাঝে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুখ শান্তি ও সমৃদ্ধির বাণী নিয়ে উপস্থিত হয়ে থাকে। তাইতো আমরা ঈদ উপলক্ষে আমাদের জীবনের সকল দুঃখগুলো ভুলে গিয়ে ঈদের আনন্দে মেতে উঠি।

ঈদুল ফিতরের কবিতা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে ঈদুল ফিতরের নতুন নতুন কবিতা গুলো অনুসন্ধান করে যাচ্ছেন। তাদেরকে সহায়তা করার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা ঈদুল ফিতরের বেশ কিছু কবিতা তুলে ধরেছি। আপনারা আমাদের আজকের এই কবিতা গুলো সংগ্রহ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনার বন্ধু-বান্ধব ও প্রিয় জনদের কে আমাদের এই কবিতাগুলোর মাধ্যমে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে পারবেন। আপনারা আমাদের আজকের এই ঈদুল ফিতরের কবিতা গুলো সংগ্রহ করে সোশ্যাল মিডিয়াতে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিতে পারবেন। নিচে ঈদুল ফিতরের কবিতা গুলো তুলে ধরা হলো আপনারা দেখে নিন।

ঈদ- উল- ফিতর

– রুহুল আমীন রৌদ্র

আজি উল্লাসে আর উৎশ্বাসে, কাঁপে ধরা থরথর,

মুসলমানদের ঘরে ঘরে, বাঁধ ভাঙা

খুশির ঝড়,

আজি রমযান পেরিয়ে এসেছে ঈদুল ফিতর।

দূর গগণে বাজে শুনি,সাম্যের গান,

উঁচু নিচু ধনী গরীব, সবাই সমান।

ভুলিয়াছি আজি,দ্বন্দ্ব সংঘাত সকল অপবাদ,

একই সারিতে পড়বো সালাত,

কাঁধে রেখে কাঁধ।

নেই কোন দ্বীধা, কোন আপন পর,

আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর ।

আজি যেন নাহি থাকে, এতীম অনাথের চোখেজল,

তাদের পাশে দাঁড়াও আর দাও

সাহস বল।

বাঁকা চাদের হাসির মত,হাসুক দু' অধর,

আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর।

মিষ্টি মুখে, মিষ্টি কথায়, ফিরনী পায়েস খাবো,

রং বেরঙের পোশাক পড়ে,

ঈদ গাহে যাবো।

উষর মনেও থাকবে না'ক, ধূসর মরুচর,

আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর।

এ খুশির মহাতান,এ খুশি চির অম্লান,

ঈদুল ফিতর বয়ে আনুক,

দুঃখ জয়ের গান।

অটুট অক্ষুণ্ণ সাহসের সাথে,রাসূলের প্রদর্শিত পথে,

অনন্ত দুর্বার বেগে, ছুটো রে মুসলমান,

গেয়ে যাও আত্মশুদ্ধি, আত্মমুক্তির গান,

তবেই সার্থক হবে,মাহে রমযান,

বিশ্বের বুকে মাথা উঁচু করে, দাঁড়াবে মুসলমান ।

---------০--------

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *