ঈদ

ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা

আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক ভাই বোন বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আজকে আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটে পবিত্র ঈদ উপলক্ষে নিয়ে এসেছি ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা সম্পর্কিত একটি পোষ্ট। প্রতিবছর আমাদের জীবনের সকল দুঃখ কষ্টগুলো দূর করার জন্য ঈদ শান্তির বাণী নিয়ে উপস্থিত হয়ে থাকে। ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকেই আপনজন কিংবা বন্ধুদেরকে ঈদের আনন্দ ও শুভেচ্ছা জানিয়ে থাকি। আমরা একে অপরকে ঈদ মোবারক বলার মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি। এজন্যই আমরা আজকে আমাদের ওয়েবসাইটে আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি ঈদ মোবারক শুভেচ্ছা সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোস্ট এর মাধ্যমে আপনারা ঈদ মোবারক সম্পর্কিত বেশ কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে যাবেন এবং ঈদের শুভেচ্ছা জানাতে আমাদের এই শুভেচ্ছা বার্তাগুলো ব্যবহার করতে পারবেন।

ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের জীবনের একটি ধর্মীয় উৎসব এবং আনন্দ ও খুশির একটি দিন। এটি প্রতিটি মানুষের জীবনের একটি বিশেষ দিন যে দিনে ধনী গরিব নির্বিশেষে প্রতিটি মানুষ জীবনের দুঃখ কষ্ট গুলো ভুলে গিয়ে ঈদের আনন্দে নিজেকে আনন্দিত করে তোলেন। প্রতি বছর ঈদ উপলক্ষে প্রতিটি মানুষ জীবনের সকল দুঃখ ভুলে গিয়ে ঈদের আনন্দ একে অপরের মাঝে বিলিয়ে দিয়ে থাকেন এবং হাসিখুশিতে ঈদের দিনটি তারা উপভোগ করে থাকেন। পৃথিবীতে প্রতিটি মানুষ ঈদের আগমনে আপনজন ও পরিবারের প্রতিটি মানুষের জন্য নতুন নতুন পোশাক কেনাকাটা করে থাকেন এবং ঈদ উপলক্ষে প্রিয়জনদেরকে তারা সবদিক থেকে খুশি রাখার চেষ্টা করে থাকেন। অনেকেই আবার ঈদ উপলক্ষে প্রিয়জনদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে থাকেন আত্মীয় স্বজনদের সাথে সকল ধরনের যোগাযোগ রক্ষা করে থাকেন।

ঈদ আমাদের প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এটি আমাদের সমাজের প্রতিটি মানুষের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে সহায়তা করে থাকে। ঈদ উপলক্ষে জীবনের সকল পুরাতন দুঃখগুলো ভুলে গিয়ে ঈদের আনন্দে নিজেকে রাঙিয়ে তোলা এবং প্রতিটি মানুষের মাঝে ঈদের আনন্দ খুশি বিলিয়ে দেওয়া।

ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা

প্রতি বছর ঈদ উপলক্ষে প্রতিটি মানুষ আপনজন কিংবা বন্ধুদেরকে ঈদ মোবারক বলার মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকে। অনেকেই আবার সোশ্যাল মিডিয়াতে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা গুলো শেয়ার করে ভার্চুয়াল জগতের প্রতিটি মানুষের কাছে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকে। এজন্য আমরা আজকে নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আজকের এই পোস্টটি। এই পোস্টটির মাধ্যমে আপনারা ঈদ মোবারক সম্পর্কিত বেশ কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে যাবেন এবং ঈদের শুভেচ্ছা জানাতে আমাদের এই শুভেচ্ছা বার্তা গুলো ব্যবহার করতে পারবেন।

আপনি প্রতিটি মানুষের মাঝে আমাদের আজকের ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা গুলো শেয়ার করে তাদেরকে সহায়তা করতে পারবেন। নিচে আমাদের আজকের এই ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা গুলো তুলে ধরা হলো আপনারা দেখে নিন।

  • ও প্রিয় শুনছো? তোমাকেই বলছি। ভালবাসি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি ঈদ চলে আসছে আমাদের মাঝে তুমি আসবে তো আমাদের বাসায়। “ঈদ মোবারক”
  • যেদিন পৃথিবীতে চাঁদ সূর্য কিছু উঠবে না। সেদিন তুমি জানতে পারবে আমি আর তোমায় ভালোবাসি না। কারণ সেদিন তো আর পৃথিবী থাকবে না তো ভালোবাসি কিভাবে বাসবো। “ঈদ মোবারক”
  • নতুন সকাল নতুন দিন
    চলে আসছে ঈদের দিন
    ভুলে যাও কষ্টের দিন
    তোমায় জানাই।
    ” ঈদ মোবারক”
  • আমি বন্ধু তোমায় ভালোবাসি
    তুমি তো আমায় ভালোবাসো
    ঈদটাকে উদযাপন করতে
    আমারই কাছে ফিরে আসে
    “ঈদ মোবারক”
  • তুমি আমার জীবনে
    ফুটে ওঠা সেই গোলাপ
    যে গোলাপের পাপড়ি গুলো
    কখনো ঝরতে দিব না
    হাজারো ঝড় আসলেও
    আখরে রাখব তোমাকে বুকের ভিতর।
    “ঈদ মোবারক”
  • আজ দুঃখ ভোলার দিন
    আজ জীবনটা হবে সুখের দিন
    রাখবে না কোন কষ্ট থাকবে না
    আর দ্বিধা দন্দ আজ যে ঈদের দিন।
    “ঈদ মোবারক”
  • কিছু কথা মনের ভিতর রয়ে যায়
    কিছু স্মৃতি নিরবে কেঁদে যায়
    কিছু কষ্ট মনকে দিয়ে থাকে
    অনেক বেশি কষ্ট তবু ও আজ
    এই দিনটি সব ভুলে
    সুখ অনুভব করছি
    ” ঈদ মোবারক”
  • ঈদ মানে অনেক বেশি খুশি
    ভালো মন্দ অনেক বেশি
    ঈদ হবে না কখনো বাসি
    রয়ে যাবে ঈদের খুশি
    সারা জীবন আমাদের মাঝে
    ” ঈদ মোবারক”
  • তোমার ইচ্ছে গুলো উড়িয়ে দাও
    আকাশে উড়তে থাকুক
    ওই আকাশের বুকে
    অপূর্ণ না থাকুক কোন পাওয়া।
    পূর্ণতায় ভরে যাক
    তোমার জীবন যা পাওয়ার।
    “ঈদ মোবারক”
  • দু চোখে তাকিয়ে বুঝতে পেরেছি
    তুমি আমায় ভালোবাসো
    তোমার ভালোবাসা গভীর সীমাহীন
    সেই ভালোবাসায় আমি
    ডুবে যেতে চাই।
    তুমি আসবে আমার
    কাছে ঈদের সময়
    “ঈদ মোবারক”
  • নীল আকাশে ঈদের চাঁদ
    খুশি থেকো ঈদের দিন
    দাওয়াত রইল ঈদের দিন
    ভালো থাকবে সীমাহীন
    “ঈদ মোবারক”
  • ঈদে সারাদিন ছিলাম বিজি
    তাই এখন হয়েছি আমি ইজি
    ঠিকানাটা দাও তোমার বাড়ির
    চলে আসবো তাড়াতাড়ি।
    “ঈদ মোবারক”
  • কাল ঈদুল আযহা সাজবে তুমি
    মেহেদি রাঙা দুই হাত
    আমি নিয়ে আসবো
    তোমার জন্য মেহেদি
    “ঈদ মোবারক”
  • রং লেগেছে মনে
    ঈদের এ দিনে তোমায় রাঙিয়ে দিব
    সেই রঙে আসবে
    তুমি ঈদের দিন জানাই তোমায়
    “ঈদ মোবারক”
  • ও চাঁদ তুমি কি খুশি নিয়ে এলে
    খুশি আমেজ বাজতেছে সব জায়গাতেই
    তোমার জন্য ছিলাম একটি বছর অপেক্ষায়
    সে অপেক্ষার প্রহর শেষ
    ” ঈদ মোবারক “
  • ঈদের কার্ড দিয়ে নয়
    মেসেজ দিয়ে নয়
    ফোন দিয়ে নয়
    তোমাকে জানাতে চাই
    সরাসরি ঈদের দিন ঈদে
    আসবে তুমি আমারি বাড়ি
    “ঈদ মোবারক”
  • তোমার হাসিতে আমার খুশি
    তোমার দুঃখতে আমার দুঃখ
    তোমার কষ্টগুলো সব
    আমায় দিও সুখগুলো
    সব তুমি নিও দুজনে মিলে
    একটি জীবন গড়বো।
    “ঈদ মোবারক”
  • সেদিন দেখবে ঈদের চাঁদ
    খুশিমনে কাটবে রাত
    সারা রাত্রি আমার যাবে
    তোমার ভাবনায় সকাল হলে
    আসবে তুমি আমার আঙিনায়
    “ঈদ মোবারক”
  • ও প্রিয় তোমাকেই বলছি
    নতুন পোশাক পড়ে নিও
    ছোটদের সালমি দিও
    বড়দের কাছ থেকে সালামি নিও
    আমাকে ভালোবাসা পাঠিয়ে দিও।
    “ঈদ মোবারক”
  • ও প্রিয় চাঁদ উঠেছে
    বাগানেতে ফুল ফুটেছে
    নতুন চাঁদের গন্ধ এসেছে
    গায়ে মাখবো চলো
    ঈদের দিন দুজন
    মিলে একসাথে থাকব।
    “ঈদ মোবারক”
  • ইচ্ছে করে তোমাকে জড়িয়ে
    বলি খুব ভালোবাসি।
    কিন্তু বলব কি করে তুমি আছো
    তো আমার থেকে অনেক দূরে
    কেন আছো দূরে চলে
    আসো না আমার কাছে।
    ঈদের এই দিন তোমায় পরছে খুব মনে।
    “ঈদ মোবারক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *