স্ট্যাটাস

জোছনা নিয়ে ক্যাপশন | জোছনা নিয়ে কবিতা |জোছনা নিয়ে উক্তি

মানুষ একে অপরের থেকে ভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। আবার এক মানুষ একেক সময় একেক বিষয়ে উপভোগ করেন। নিজেকে ভালো রাখার উদ্দেশ্যে নিজের মনকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে অনেক কিছুই করতে প্রস্তুত মানুষ। সম্মানীয় পাঠক বন্ধুগণ আজকের আলোচনায় আমরা যে বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো তা হচ্ছে জোছনা। জোসনা অর্থাৎ চাঁদের আলো। জোসনার বিষয় সম্পর্কে অনেকেই অনলাইনে অনুসন্ধান করেন অনেকেই এই বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে অনুসন্ধান করেন চেষ্টা করব তাদেরকে সহযোগিতা প্রদান করতে। চাঁদের আলো উপভোগ করেন প্রায় সকলেই অনেকেই বিশেষ পছন্দ করে থাকেন চাঁদের আলো তাইতো জোসনা রাতে ছাদে কিংবা খোলা আকাশের নিচে থাকতে পছন্দ করেন।

ভালোলাগার এমন বিষয় সম্পর্কে জানার ইচ্ছে অনেকের। জোসনা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম রয়েছে সমাজে। তাইতো এই একটি বিষয়ে উল্লেখ করে রয়েছে গান কবিতা সহ বিভিন্ন দৃশ্য। সত্যিই জ্যোৎস্না রাত অপূর্ব সুন্দর হয়ে থাকে চাঁদের আলোতে নিজের মনকে ভালো রাখতে আপনি বসতে পারেন খোলা আকাশের নিচে। আর এই জোছনার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট জানাতে জোসনা কেন্দ্রিক ক্যাপশন কবিতা ও উক্তিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে।

জোসনা নিয়ে ক্যাপশন

চাঁদের আলোকে আমরা জোসনা বলে থাকি। জোসনার রাত অপূর্ব সুন্দর হয়ে থাকে। সুন্দর এই পরিবেশে সুন্দর একটি স্ট্যাটাস প্রদান করতে চাইলে আমাদের আলোচনা থেকে ক্যাপশন সংগ্রহ করতে পারেন। জোসনা ও জোসনা রাত সম্পর্কিত বিষয়ে নিচে সেরা কিছু ক্যাপশন প্রদান করে সহযোগিতা করছি আপনাদের।

চাঁদেরও তো কলঙ্ক আছে, আছে এক বুক কষ্ট। কিন্তু তবুও সে কলঙ্ক ভুলে চাঁদ কিন্তু ঠিকই এক রাশ রুপালি জোছনা ছড়িয়ে দেয় চারপাশে।

জোছনার একছটা রুপালি আলো যেন আমার দুঃখ বিষাদ আরো বাড়িয়ে দেয়। নীরব মায়ায় সমস্ত দুঃখ একত্রে জড়ো করে।

তারাদের পথে চাঁদ হলো প্রথম মাইলফলক ।

— আর্থার সি ক্লার্ক

জোছনা নিয়ে স্ট্যাটাস

সৌন্দর্যের প্রতীক হিসেবে বোঝানো হয়ে থাকে চাঁদ। জোসনা রাতে এই চাঁদের আলো অসম্ভব মিষ্টি। এই সৌন্দর্য অনুভব করার জন্য সুন্দর একটি মন থাকা জরুরী। সুন্দর মনের মানুষ এই সমস্ত বিষয়ে উপভোগ করে আনন্দ পেয়ে থাকে। জোছনা নিয়ে সুন্দর কিছু স্ট্যাটাস আপনাদের মাঝে তুলে ধরব আমরা আশা করছি এই স্ট্যাটাসগুলো ব্যবহার উপযোগী আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে।

জোছনার আলোতে তোমার ঐ লাজ রাঙা চিবুক
প্রেম নিবেদনে মত্ত আমার এই বুক।

নরম এবং শক্ত দুটোই হতে হবে। ঠিক চাঁদ বা ঝড় বা সমুদ্র এর মতো ।

— ভিক্টোরিয়া এরিকসন

চাঁদ যেমন রাতের আকাশ আলোকিত করে,
তুমি তেমন আমার মনের আকাশ আলোকিত করো ।

আকাশের ওই মিটিমিটি তারার সাথে কইবো কথা, নাই বা তুমি এলে
তোমার স্মৃতির পরশভরা অশ্রু নিয়ে গাঁথবো মালা, নাইবা তুমি এলে

তাকে এবং চাঁদকে সর্বদা অন্ধকারে খেলতে পাওয়া যেতে পারে।

— এ.জে.লওলেস।

জোছনা নিয়ে উক্তি

আপনি কি জোসনার উপর ভিত্তি করে সুন্দর কিছু উক্তি পেতে চান তাহলে আমাদের এই আলোচনাটি আপনাকে সহযোগিতা প্রদান করবে। চাঁদের আলো সব সময় পাওয়া সম্ভব নয় পূর্ণ চাঁদ আকাশে উদয় হওয়ার মধ্য দিয়ে জোসনা দিয়ে থাকে আমাদের। প্রিয় পাঠক বন্ধু নিচে জোসনা কেন্দ্রিক জ্ঞানী ব্যক্তিদের মতামত তুলে ধরা হলো।

আমার মনে হচ্ছে চাঁদ খুব সুন্দরী রমণী । এবং সে নিয়ন্ত্রণে আছে ।

— রেভেন লেনা

যারা চাঁদ দেখতে ভালোবাসে, তারা সুন্দর মনের অধিকারী ।

— সংগৃহীত

আমাকে বলবেন না চাঁদ আলো দিচ্ছে । আমাকে শুধু ভাঙা কাঁচে আলোর ঝলক দেখান ।

— আন্তন চেখভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *