বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বাবা কে কেন্দ্র করে সেরা ফেসবুক স্ট্যাটাস গুলো অনুসন্ধান করছেন যারা তারা আমাদের ওয়েবসাইটের সাথে থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন। আপনাদের সহযোগিতার জন্য আজকের আলোচনায় আমরা বাবাকে নিয়ে সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস তুলে ধরার চেষ্টায় কাজ করেছি। বর্তমান সময়ে ফেসবুক বেশ জনপ্রিয়তা অর্জন করেছে প্রায় সকলেই স্মার্টফোন কিংবা কম্পিউটার ল্যাপটপ থেকে ফেসবুক ব্রাউজ করে থাকেন। এক্ষেত্রে আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মত একটি বিষয়ের উপর ভিত্তি করে সেরা কিছু স্ট্যাটাস দিয়ে সহযোগিতা করব। আজকে আমরা বাবা কে কেন্দ্র করে সেরা কিছু স্ট্যাটাস দেওয়ার প্রচেষ্টায় দীর্ঘ সময় অনলাইনে ব্যয় করেছি।
সুতরাং আশা রাখছি আমাদের আজকের আলোচনার মধ্য থেকে উল্লেখিত স্ট্যাটাস গুলো আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন। বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস খুব কমসংখ্যক ছেলে মেয়ে ফেসবুকে প্রদান করে থাকেন। যারা ফেসবুকে এ ধরনের স্ট্যাটাসগুলো ব্যবহার করেন এদের মধ্যে অনেকেই রয়েছে যারা নিজেরাই স্বরাজ লিখে প্রদান করে থাকেন আবার অনেকেই রয়েছে যারা অনলাইন থেকে স্ট্যাটাস সংগ্রহ করতে আগ্রহী হয়ে থাকেন। রেখেছে আমরা বাবা কে কেন্দ্র করে সেরা কিছু স্ট্যাটাস প্রদান করবো যেগুলো আপনারা অনলাইন থেকে অর্থাৎ এখান থেকেই সংগ্রহ করে ব্যবহার করতে পারেন।
বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
বাবা হচ্ছে রিয়াল হিরো, যার কোন তুলনা হয় না। রোদ-বৃষ্টি যাদের থামাতে পারেনা। কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে হলেও পরিবার ও সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কর্মে লিপ্ত থাকেন সারাটি জীবন। দিনশেষে কঠোর পরিশ্রমের অর্থগুলো ব্যয় করে থাকেন পরিবারের চাহিদায়। সত্যিকার অর্থে বাবারে অনেক স্বপ্ন থাকে তবে সেই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার মতো সামর্থ্য থাকে না তাদের। এর কারণ হচ্ছে তাদের উপার্জিত অর্থ হলো ব্যয় হয়ে থাকে সন্তান পরিবার-পরিজন দের মধ্যে। পরিবারের চাহিদা মেটাতে পারলে ও তাদের খুশি আনন্দ অনুভব হয়।
এক্ষেত্রে সন্তান হিসেবে অবশ্যই বাবার প্রতি যত্নশীল হওয়া উচিত । আমরা হয়তো বাবাদের বিষয়ে তেমন কিছু জানি না এ বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তবে আমরা ছেলেরা ও একদিন বাবা হব ওই দিনই বুঝতে পারবো বাবা কি কেমন ছেলে। জানি না ঐ দিন পর্যন্ত কাদের বাবা থাকবেন আর কারা বাবা হারাবেন তাই সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যান। ভালবাসুন বাবা-মাকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি নিচের বাবাকে নিয়ে সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস প্রদান করা হচ্ছে ।
১. পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না। বলেছেন- মাইকেল রাত্নাডিপাক
২. একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে। বলেছেন- দিমিত্রি থে স্টোনহার্ট।
৩. একটা মেয়ের জীবনে বাবায় হলে প্রথম পুরুষ এবং তিনি হলেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ক পুরুষ। বলেছেন- ডেভিড জেরেমিয়াহ।
৪. একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান। বলেছেন- এন্টনি ফ্রানকোই প্রিভোস্ট।
৫. যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার। বলেছেন- অ্যানি গেডেস
৬. একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। বলেছেন- ফ্রাংক এ. ক্লার্ক
৭. একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা। বলেছেন- পিক্সেল কোটস
৮. আমার বাবা আমাকে সেই মহৎ জিনিসটা দিয়েছে, যা খুব কম লোকই কাউকে দিতে পারে তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন।বলেছেন- জিম ভালভানো।
বাবা আল্লাহর দেওয়া অনেক বড় এক নেয়ামত,
যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায়না ।
সবচেয়ে অভাগা সেই ছেলে,
যার বাবা মা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারলোনা ।
আপনি আপনার বাবা মায়ের জন্য যা করবেন,
এবং যেমন ব্যাবহার করবেন আপনার ছেলেমেয়ে থেকে,
ঠিক একই রকম ভালোবাসা এবং ব্যাবহার ফিরে পাবেন ।
১জন মেয়ে তার স্বামীর কাছে রানীর আসন নাও পেতে পারে,
কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে রাজকন্যা।
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত,
মাকে যারা আঘাত দিবে তারা কখনও নাজাত পাবেনা।
তাই সকলের উচিৎ কখনও মাকে দুঃখ কষ্ট না দেওয়া।
বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয় । বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ ।
বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোন বয়সী সন্তানের হ্রদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে ।
একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুলচেড়া হিসাব কেউ কোনদিন বের করতে পারবে না ।
বাবার কাঁদ টা কি অন্য সবার চেয়ে বেশী চওড়া ? তা না হলে কি করে সমাজ সংসারের এত দায়ভার অবলীলায় বয়ে বেড়ান বাবা ।
বাবার পা কি অন্য সবার চেয়ে অনেক দ্রুত চলে ? নইলে এতোটা পথ এত অল্প সময়ে কি করে এত শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা ।
বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড় । সে তার সন্তান কে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন ।
বাবার চোখ দেখতে পায় কল্পনার অতীত কোন দুরত্ত । তাই তিনি সব সময় শঙ্কিত থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে ।