মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস ২০২৩, ছেলেদের কষ্টের স্ট্যাটাস ইংরেজি। কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন ২০২৩

মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তান কতটা কষ্ট সহ্য করে জীবন যাপন করে তা বোঝার ক্ষমতা অন্য কারো নেই। জীবনের চাওয়া পাওয়ার বিষয়ে তাদের ভাবনা-চিন্তার সুযোগ নেই। অনেক ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের সন্তান উচু সমাজে মূল্যায়ন পায় না। ভালো প্রতিষ্ঠানের পড়ালেখার সুযোগ নেই, বংশ মর্যাদা। এরা নিজের চাওয়া পাওয়া গুলো মনের মধ্যে লুকিয়ে রেখে সামনের দিকে এগিয়ে চলে। সাধারণভাবে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা তাদের কষ্ট দুঃখের কথা অন্যের মাঝে প্রকাশ করতে চায় না। তবে নিজের মধ্যে কষ্ট জমে রেখে আর কতদিন তাই তো অনেকেই নিজের কষ্টের কথাগুলো অন্যের মাঝে প্রকাশ করার উদ্দেশ্যে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। নিজের মনে জমে থাকা কষ্ট দুঃখ যন্ত্রণার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশ হিসেবে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অনেকেই। তাদের সহযোগিতার জন্য আমাদের আজকের প্রতিবেদন।
মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কষ্ট সম্পর্কিত বিষয়ে স্ট্যাটাস ক্যাপশন ও গুরুত্বপূর্ণ কিছু কথা থাকছে আমাদের আলোচনায়। সমাজে অবহেলিত ব্যক্তিদের মধ্যে রয়েছে সে সমস্ত ব্যক্তি যারা আর্থিকভাবে দারিদ্র। মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানের া শৈশব থেকেই সংসার সম্পর্কিত বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। নিজের অজান্তেই খুব কম বয়সে সংসারের দায়িত্ব চলে আসে নিজের ঘাড়ে। এভাবেই বেড়ে উঠতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানদের। সুখ শান্তি সম্পর্কিত বিষয়ে ভাবার সময় মাত্র নেই এই সমস্ত ছেলেদের। ছেলেদের ছুটতে হয় টাকার পিছনে। সমস্ত কিছুর বিনিময়ে তাদের উপার্জন করতে হয় টাকা কারণ বর্তমান সমাজ টাকার উপর ভিত্তি করেই মানুষকে মূল্যায়ন করে।
মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাসহ টাইটেলে উল্লেখিত সকল তথ্যই সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরা হবে আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে সুতরাং আপনারা যারা ছেলেদের কষ্টের স্ট্যাটাসগুলো করছেন তারা আমাদের সাথে থাকুন। আশা রাখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার উপযোগী সেরা কিছু স্ট্যাটাস থাকবে এখানে সেই সাথে ক্যাপশন ও গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরা হবে।
মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস ২০২৩
মধ্যবিত্ত ছেলেদের কষ্টের বিষয় ভাষায় প্রকাশ করা কোনভাবেই সম্ভব নয়। এরা নিজের পছন্দের জিনিসটি অর্থের কথা চিন্তা করে রেখে আসে। এদের কাঁধের থাকে দায়িত্ব। দায়িত্ব পালনের উদ্দেশ্যে হাড়ভাঙ্গা পরিশ্রম করে থাকে অনেকেই। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্টের বিষয় সম্পর্কে কিছু স্ট্যাটাস তুলে ধরব যেগুলো নতুন। ছেলেদের নতুন এই কষ্টের স্ট্যাটাস গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করে নিজের কষ্ট কমিয়ে নিতে পারেন। আপনি কষ্টে থেকে থাকলে এমন স্ট্যাটাস ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে পারেন।
- একলা ঘর জরাজীর্ণ হেডফোন আর একাকিত্ব হ্যাঁ এই তো আমি বেশ ভালই আছি….
- হেলায় হারানো সে বিকেল আবছা আলোয় ঝাপসা,কাঁচে আজ যে আদর অধিকার কই প্রেমের নিবিড় প্রবীন জালে…
- একটা সকাল এমনও আসতে পারতো… মুখোমুখি তোমায় পেতাম.. কিন্তু তা আর হল না… মোহের জালের মিথ্যে আশা ভাঙলো.. একা ছাদে কাঁটা ঘুড়ি একাই পড়ে রইল… ভালো-বাসা আর হল না…
- একটা বিকেল আমাদের হতে পারতো… ময়দানের পাশে ট্রামে চড়ে সূর্যাস্ত দেখতাম.. একটা বৃষ্টিভেজা সন্ধে মদেরও হতো…এক ছাতায় অনেকটা পথ চলতাম…
- আমার ভালোবাসা তোমার কাছে ন্যাকামির আখ্যা পায় আর একাকিত্ব এসে প্রতিবারই কাঁদায় আমায়।
- দূরে কোথাও যেন মনটা একবার কাছে আসার কথা ভেবেই আবার পিছু হটে। বেঁচে থাকি আমি, বাঁচে আমার একলা পৃথিবী।
- এ ঘরের স্তব্ধতা ঝিঝি পোকায় ভাঙে। আমি এ অভ্যাসের দাস হব। এই ভাঙা ঘরের চারটে দেওয়াল, আজ তোদের গালেই চুমু খাব।
- অন্ধকার ঘরে বাস আমার, আলোকচ্ছটাও আসেনা। একাকিত্বকে সঙ্গি করেছি, কেউ আমার সাথে মেশে না।
- ঐ হেডফোন জড়ানো জীবনে পারসোনাল স্পেসের চাহিদা মেটাতে গিয়ে হৃদয়ের সবচেয়ে আপনার মানুষটাই যেন বড্ড দূরে সরে গিয়েছে।
- আজো খুব ইচ্ছে করে তোমায় ছুঁতে চুল থেকে নখ তোমার ঠোঁটের সঙ্গ পেতে বিশ্রী এ আবদার মনখেয়ালি নরম চোখ আজও জানে আদরবাসা…
- হয়তো খুব চেনা কিছু, হয়তো বা অচেনা… হয়তো ভুলে যাওয়া কোনো সুপ্ত স্মৃতির খোঁজে প্রত্যেকদিন নতুন করে একা হওয়ার নিদারুণ অভিলাষ… কাকে যেন রোজ খুঁজে বেড়ায় একলা অসহায় দুচোখ… ভয় পেলে জাপটে ধরার মানুষটাই বোধয় কোথায় হারিয়ে গিয়েছে…
- ফেসবুকে লাইক পাওয়ার চাহিদায় বেঁচে আছে শুধু শরীরের কারসাজি, মনটা পড়ে আছে অনেক দূরে কোনো একলা নগরে … কেউ নেই!!
- ঠোঁটে কৃত্রিম হাসি চাপানো নকল সম্পর্কের বিজয়ের সুরে মিথ্যে হয়েছে ভালোবাসা… আজ সত্যিই হেরে গিয়েছে ভালোবাসা… তাই প্রতি রাতে একাকীত্ব আসে।
- ফ্যাকাসে গোলাপের মিথ্যের গল্প শুনিয়ে জড়িয়ে ধরে, রোজ… নতুন করে ভিজে চোখে চাঁদের আলো এসে ঘুম পাড়ানি রূপকথা বলে, আবার হারিয়ে যায় ঐ নাম না জানা জোনাকিদের ভিড়ে… পড়ে থাকি একলা আমি।
- আবেগ প্রবণ, ঝড় তোলে নিছক একাকিত্বে, দোমড়ানো মন চোখে শ্রাবণ, স্বপ্ন ছোঁয় শোকের গভীরত্বে।
- মাঝে মাঝে খুব কাছের স্মৃতি গুলো ঝাপসা হয় বটে কিন্তু মুছে যায় না। একটু কষ্ট করলেই স্বচ্ছ হয়ে উঠে।
- নিয়ে একবুক অভিমান, কথারা আজ নিশ্চুপ! হতাশার এক হাটু জলে, একাকিত্ব দেয় ডুব!
- ভাসছে নোনা স্রোতে দুনয়নের স্বপ্ন, বিষন্ন মনে আজ একাকিত্ব ঘিরে, ভাঙা হৃদয় তবুও পূর্ব কল্পনায় মগ্ন, যদিও ভালোবাসা স্তব্ধ স্মৃতির ভীড়ে।
- সর্বহারা পথিকের ছন্নছাড়া অস্তিত্ব, মাতোয়ারা পথকষ্টের হতচ্ছাড়া একাকিত্ব।
- ঢাকলে শোকের ছায়া সুখচ্ছায়ের ঘর ঘিরে, মর্মাহত এই প্রাণও তোমার একাকিত্ব গেঁথে।
- আমার জীবন শুধুই বৃথা, ঘুরছি আমি একা একা, এই পৃথবীর বিরাট পথে, চলছি একা নিজের সাথে।
- একাকির আঙিনায় সূর্যাস্তের শেষে, নিরাশার আকাশে আশার আলো বুনি, দীপ্তির ধরাছোঁয়ায় যদি দাঁড়াও এসে, ইচ্ছেডানার নির্ভরতা ফিরবেই জানি।
- আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা। – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
- একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ।
- যদি যেতে চাও, যাও আমি পথ হবো চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোঁব ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।
- প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে …
- নিসঙ্গ টেবিলে পা তুলে অসভ্য ভাষায় আমি একাকি বোসে আছি নিখুঁত পোট্রেট।
- যেতে যেতে এই বাস থেমে যাবে বকুল তলায় যাত্রীরা পড়বে নেমে যে যার মতোন।
- আত্মগত আমি আবার নিজের কাছে প্রশ্ন করি নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে শব্দ কেন?
- তুমি জানো না আমি তো জানি, কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি।
ছেলেদের কষ্টের স্ট্যাটাস ইংরেজি
বাংলা ভাষায় স্ট্যাটাস প্রদানের পাশাপাশি অনেক ছেড়ে রয়েছেন যারা নিজের কষ্টের স্ট্যাটাস গুলো ইংরেজিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে ইচ্ছুক। এক্ষেত্রে আমরা নির্বাচিত খুবই কষ্টের কিছু ইংরেজি স্ট্যাটাস দিয়ে সহযোগিতা করব আপনাদের। নিজেকে স্মার্ট করে তুলতে অবশ্যই ইংলিশ ভাষা ব্যবহার করার প্রয়োজন রয়েছে। মূলত এই দিক থেকে অনেকেই বাংলার পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি স্ট্যাটাস প্রদান করে থাকেন। ছেলেদের বুক ফাটা কষ্টের স্ট্যাটাস ইংরেজিতে প্রদান করছি নিচে:
1. When I close my eyes I see you, when I open my eyes I miss you.