উক্তি

মাদক নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা-নিকোটিন নিয়ে উক্তি

আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে মাদক সম্পর্কিত বিষয় সম্পর্কে বিশ্বের জ্ঞানী গুণী ব্যক্তিদের বলা কথাগুলোর জানিয়ে সহযোগিতা করা হবে। মাদক নিঃসন্দেহে একটি ভয়ংকর নেশা। মাদক সেবনে মানুষের মস্তিষ্কে পরিবর্তন ঘটে। মাদকাসক্ত ব্যক্তিগণ ভালো-মন্দ ন্যায়-অন্যায় বোধ হারিয়ে ফেলে। এরা সমাজের বিভিন্ন ধরনের খারাপ কর্মের সাথে যুক্ত থাকে। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম অনেক বাজে ভাবে মাদগে আসক্ত হয়েছে। আজকের এই মাদক সম্পর্কিত আলোচনায় বিশেষ জ্ঞানী ব্যক্তিদের মতামত এর পাশাপাশি উক্তি স্ট্যাটাস ক্যাপশন প্রদানের সহযোগিতা করব আমরা।

সম্মানীয় পাঠক বন্ধুগণ আপনারা যারা মাদকের বিপক্ষে তারা অবশ্যই আমাদের সাথে থেকে মাদক সম্পর্কিত সচেতনামূলক এই আলোচনার মাধ্যমে অন্যকে সচেতন করার চেষ্টা করব। মাদকাসক্তি কমাতে অবশ্যই আইনি ব্যবস্থা আরো কঠিনভাবে প্রয়োগ করতে হবে। শুধু আইনের মাধ্যমে মাদকাসক্তি সংখ্যা কমানো সম্ভব নয় পারিবারিক শিক্ষার প্রয়োজন রয়েছে পরিবারের সকল সদস্যদের এই বিষয়ে সচেতন থাকতে হবে পাশাপাশি মাদকের খারাপ দিকগুলো আমাদের আগামী প্রজন্মকে জানাতে হবে। মাদক সম্পর্কিত বিষয় সম্পর্কে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখতে ব্যবহার করুন মাদককে কেন্দ্র করে সচেতনতামূলক সেরা স্ট্যাটাসগুলো।

মাদক নিয়ে উক্তি

সম্মানীয় পাঠক বন্ধুগণ চলুন জেনে নেই মাদকের মতো ভয়ংকর এই বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞানী ব্যক্তিগণ কি বলেছেন। অবশ্যই আমাদের জ্ঞানী ব্যক্তিদের মতামতের প্রতি গুরুত্ব রাখতে হবে নিজেকে সচেতন থাকতে হবে। সচেতনতামূলক এমন বিষয় সম্পর্কে জানতে অবশ্যই আমাদের করণীয় রয়েছে। সমাজ রক্ষার্থে মাদকের মত সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এমন ভয়ংকর বিষয়ে বিশেষ জ্ঞানী ব্যক্তিগণ যে মতামত গুলো প্রকাশ করেছে তা তুলে ধরা হলো নিচে:

সকল প্রকার নেশাই খারাপ হোক না তা মাদকের নেশা কিংবা নারীবাদী আদর্শের।
— কার্ল গস্তাভ জং

সবচেয়ে বড় তিনটি নেশা হলো হিরোইন, শর্করা এবং মাস শেষের বেতন।

— নাসিম নিকোলাস তালেব

নেশা হলো এক মারাত্মক ব্যাধী যার ইতি টানতে হলে আপনাকে হাসপাতাল কিংবা জেলে যেতেও হতে পারে।
— রাসেল ব্রান্ড

নেশা হলো একটা পারিবারিক সমস্যা কেননা একজন নেশা করলেও পুরো পরিবারকেই তার মাশুল গুণতে হয়।
— শেলী লস

নেশা শুধু যে খারাপ ব্যক্তিদের জন্য তা কিন্তু নয় বরং পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছুর নেশা রয়েছে।
— রিভার ফোনিক্স

নেশা তার পথ যা কিছু পায় সব কিছুকেই ধ্বংস করে দেয়।
— সংগৃহীত

আমি মাদকের প্রতি নেশাগ্রস্ত নই আমি শুধুই বাস্তবতাকে এড়িয়ে যেতে চাই।
— সংগৃহীত

মাদক নিয়ে স্ট্যাটাস

অনেক সচেতন ব্যক্তি রয়েছে আমাদের সমাজে। এমন ব্যক্তিগণ সমাজের অন্যান্য সদস্যদের সচেতন করার জন্য মাদকের মতো ভয়ংকর বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ট্যাটাস প্রদান করে থাকেন। অবশ্যই মাদকের খারাপ দিকগুলো সমাজের সকল ব্যক্তিদের মাঝে পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে তবেই আমরা এর থেকে নিজেকে দূরে রাখতে পারবো। মাদককে কেন্দ্র করে প্রদানকৃত কিছু স্ট্যাটাস তুলে ধরছি নিচে।

ব্যায়াম কিছুটা নেশার মতোই একবার যদি তুমি অভ্যস্ত হয়ে যাও তবে তোমার শরীরের তা লাগবেই।
— এলসা পাটাকি

নেশা হলো নিজের প্রতিই নিজের অত্যাচার।
— সাইকো

নেশার তোমার ভিতর নয় বরং তুমিই নেশা নামক খাচার ভিতর বন্দী আছো।
— সংগৃহীত

নেশা কোনো দর্শক নয় বরং এর কারণে পুরো পরিবারকেই কষ্টের সাথে খেলতে হয়।
— এডিক্টস টুডে

তোমার আগ্রহ তোমাকে তৈরি করে আর তোমার নেশা তোমাকে খেয়ে ফেলে।
— গাবর মাতে

সবচেয়ে বড় নেশা হলো ফেসবুক নামক মাদকের নেশা।
— সংগৃহীত

নেশা তোমাকে তোমার বাস্তবতা সম্পর্কে সন্দিহান এবং অন্ধ বানিয়ে ফেলে।
— ব্রেইনি রিডারস

ধূমপানের নেশা ছাড়া সত্যিই অনেক সহজ আমি এটা হাজার বার করেছি।
— মার্ক টোয়েন

মাদক নিয়ে কবিতা

মাদক

– শ.ম. শহীদ

ভাতে করে জাত নষ্ট
প্রেমে নষ্ট কূল;
মাদক করে জীবন নষ্ট
ছিঁড়ে সুখের মূল।

মূল ছাড়া গাছ বাঁচেনা
বুঝতে সেটা হবে
সুখের পাখি ধরবে যদি
মাদক ছাড়ো তবে!

জীবনটা নয় ক্ষণ-কালের
সময় সেথায় ঢের
বাঁচতে হলে বাঁচার মতো
চাইনা নেশার জের!

মাদক নিয়ে স্লোগান

‘মাদককে না বলো’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *