মালয়েশিয়ার বাঙালি মার্কেট ঠিকানা

বিশ্ব মানচিত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার অবস্থান রয়েছে। মালয়েশিয়ায় অর্থনীতিতে ভরপুর থাকার কারণে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া অসংখ্য মানুষ অর্থ উপার্জনের জন্য অথবা অনেকেই চিকিৎসা এবং অনেকেই কর্মসূত্রে মালয়েশিয়ায় অবস্থান করে থাকেন। মালয়েশিয়া দেশটিতে প্রচুর পরিমাণে বাঙালি দেখা যায়। কেননা বাংলাদেশ থেকে অধিকাংশ প্রবাসী মালয়েশিয়ার প্রবাস জীবনের গিয়ে থাকেন। মালয়েশিয়া দেশটিতে বাঙালিদের প্রচুর আনাগোনা থাকার কারণে এখানে একটি বাঙালি মার্কেট রয়েছে। এই মার্কেটে সকল কিছুতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তাইতো অনেকেই মালয়েশিয়ার বাঙালি মার্কেটে ঠিকানা সম্পর্কে খুঁজে দেখেন। তাদের উদ্দেশ্যে আজকে মালয়েশিয়ার বাঙালি মার্কেট ঠিকানা গুলো তুলে ধরা হয়েছে যেগুলো প্রতিটি মানুষকে মালয়েশিয়া বাঙালি মার্কেটে সঠিক ঠিকানা সম্পর্কে জানতে সাহায্য করবে।
মালয়েশিয়া হচ্ছে এমন একটি দেশ যেখানে অর্থনীতি শিল্পনীতি শিক্ষানীতির সকল দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে অবস্থান করছে দেশটি। এই দেশটির অর্থনীতি উন্নত হওয়ার কারণে এখানে নিজস্ব জনগোষ্ঠী বাদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত কর্মসূত্রে মালয়েশিয়া অবস্থান করছেন। এছাড়া এই দেশটির উদার শিল্পী নীতি প্রতিটি মানুষকে আকৃষ্ট করেছে। তাইতো প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় অসংখ্য মানুষ নিজেদের প্রয়োজনে যাতায়াত করে থাকে।
মানুষের বেশ কিছু মার্কেট কল কারখানা রয়েছে যেগুলো বিশ্বের অন্যান্য দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষের দেশটি এরকম একটি স্বনামধন্য মার্কেটে নাম হচ্ছে মালয়েশিয়ার বাঙালি মার্কেট। এই মার্কেটটিতে মূলত বাঙালিয়ানা মিশে আছে। তাইতো মানুষের সরকার এই মার্কেটটি নাম মানুষের বাঙালি মার্কেট দিয়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে মালয়েশিয়ায় বাঙালি মার্কেট ব্যাপক পরিচিতি লাভ করেছে।
মালয়েশিয়া বাঙালি মার্কেট ঠিকানা
মানুষের স্বনামধন্য মার্কেট গুলোর মধ্যে অন্যতম একটি মার্কেট হচ্ছে মালয়েশিয়ার বাঙালি মার্কেট। এই মার্কেটিং মূলত দৈনন্দিন জীবনের সকল ধরনের পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা হয় যেখানে বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এই মার্কেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি বাঙালিয়ানায় মিশ্রিত একটি মার্কেট। তাইতো অনেক বাঙালি মালয়েশিয়া অবস্থান করার কারণে এই মার্কেটে ঠিকানা সম্পর্কে জানতে চাই। তাদের উদ্দেশ্যে আজকে মালয়েশিয়ায় বাঙালি মার্কেটে ঠিকানা সম্পর্কে সকল তথ্য তুলে ধরা হয়েছে যেগুলোর মাধ্যমে প্রতিটি মানুষ এই মার্কেটে ঠিকানা সম্পর্কে জানতে পারবে এবং মার্কেট ভ্রমন করতে পারবে এবং নিজের প্রয়োজনীয় সকল জিনিসপত্র ক্রয় করতে পারবে। নিচে মালয়েশিয়ার বাঙালি মার্কেট ঠিকানা উপস্থাপন করা হলো:
Kotaraya Bangla Market( কোতারায়া বাংলা মার্কেট ) মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুর অবস্থিত। আপনাদের বোঝার
সুবিধার জন্য এবং সুন্দরভাবে নিচে কোতারায়া বাংলা মার্কেট এর ফুল ঠিকানা এবং মোবাইল নাম্বার ফেসবুক ঠিকানা সহ
উপস্থাপন করা হলো।
Address:
Jalan Tun Tan
Siew Sin, Kuala Lumpur
Malaysia.
Social -Facebook.com/Pages
Phone-60149443540
কোতারায়া বাংলা মার্কেট কি ভাবে আসা যায়?
Kotaraya Bangla Market( কোতারায়া বাংলা মার্কেট ) আপনি মালয়েশিয়ার যে কোন স্থান থেকে খুব সহজেই আসতে
পারবেন। আপনি যদি বাস,মেট্রোরেল অথবা ট্যাক্সি যুগে আসতে চান তাহলে আসতে পারবেন। আপনি শুধু ড্রাইভারকে
বললেই হবে আমি কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মার্কেট যাবো।