শুভ সকাল এসএমএস, শুভেচ্ছা বার্তা ও ফেসবুক ক্যাপশন

শুভ সকাল এসএমএস শুভেচ্ছাবার্তা ও ফেসবুক ক্যাপশন। প্রিয় পাঠক বন্ধু আপনারা যারা বর্তমান সময়ে আমাদের ওয়েবসাইটে রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভাল আছেন। আজকে আমরা কিছু শুভ সকাল এসএমএস দিয়ে আপনাদের সহযোগিতা করব তবে শুভ সকাল এসএমএস এই নয় আজকের আলোচনায় থাকছে শুভেচ্ছাবার্তা ও ফেসবুক ক্যাপশন যা শুভ সকাল অর্থাৎ সকাল থেকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে শুভ সকাল এসএমএস এর ব্যবহার হয়ে আসছে ।
সে ক্ষেত্রে এখনো আমরা দিনের শুরুতে কথা বলার ক্ষেত্রে শুভ সকাল জানিয়ে থাকি একে অপরকে । সেটা হতে পারে অনলাইনে কিংবা অফলাইনে এটি ব্যবহারযোগ্য একটি বাত্রা শুভ সকাল জানানোর মাধ্যমে অনেকেই দিন শুরু করে থাকেন । এক্ষেত্রে দিনের শুরুতেই আমাদের শুভ সকাল এসএমএস এর প্রয়োজন হয়ে থাকে তবে আপনারা যারা নিজেরাই শুভ সকাল এসএমএস টি একটু ব্যতিক্রম ভাবে উপস্থাপন করতে ব্যার্থ তারা আমাদের আলোচনার মাধ্যমে খুবই সুন্দরভাবে সন্দেহ কথার সমন্বয়ে কিছু শুভ সকাল এসএমএস তৈরি করেছি যা আপনাদের মাঝে প্রদান করার লক্ষ্য নিয়ে কাজ করেছি।
প্রিয় পাঠক বন্ধুগণ আপনি যদি কিনা আপনার আপনজনদের দিনের শুরুতে শুভ সকাল অর্থাৎ সকালের শুভেচ্ছা জানাতে চান তাহলে আজকের আলোচনার মাধ্যমে আপনি সত্যিই উপকৃত হবেন জানতে পারবেন সেরা কিছু শুভ সকাল এসএমএস যার মাধ্যমে আপনি দিনের শুরুতে আপনার আপনজনদের আপনার কথা ভাবতে বাধ্য করেন । এর কারণ হচ্ছে আপনি যখন সুন্দর একটি ছন্দের মাধ্যমে শুভ সকাল জান থাকবেন তখন অবশ্যই এই এসএমএস এর মাধ্যমে আপনার কথা তাদের মনে পড়বে। পাশাপাশি অনেক মজার শুভ সকাল এসএমএস রয়েছে সেগুলো আমরা প্রদান করব আমাদের ওয়েবসাইটে এছাড়াও রোমান্টিক শুভ সকাল এসএমএস এর পাশাপাশি অনেক ধরনের এসএমএস রয়েছে যা ইচ্ছে নির্বাচন করে ব্যবহার করতে পারেন আপনার নিজের ক্ষেত্রে।
শুভ সকাল এসএমএস
দিনের শুরুতে আমাদের ওয়েবসাইটে এসে থাকলে আমাদের পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে শুভ সকাল। আপনার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা শুরু করছি আলোচনা সাপেক্ষে আপনাদের মাঝে প্রদান করব শুভ সকাল সেরা কিছু এসএমএস আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে। শুভ সকাল এসএমএস গুলো সাধারণভাবে ব্যবহার করতে লক্ষ্য করা যায় অনেকে তবে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ধরনের কথা সুন্দর সমন্বয়ে তাদের বার্তাটি অনেক আকর্ষণীয় করে তোলেন খুব কমসংখ্যক ব্যক্তি এভাবে নিজেরাই তৈরি করতে পারেন সুন্দর এই বাত্রা গুলোর তবে অনলাইনে এ ধরনের বাত্রা গুলো খুঁজে পাওয়া অনেক সহজ ।
অনলাইন অনুসন্ধানে শতশত ওয়েবসাইট রয়েছে যারা আপনাদের শুভ সকাল এসএমএস দিয়ে সহযোগিতা করবে তারই ধারাবাহিকতায় আমরা আমাদের পাঠক বন্ধুদের এ বিষয়ে তথ্য প্রদান করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি একটু ব্যতিক্রম ভাবে আপনাদের মাঝে এসএমএসগুলো উপস্থাপন করার এক্ষেত্রে স্পেশাল ও সেরা এসএমএসগুলো নির্বাচন করেছে বিভিন্ন ওয়েবসাইট থেকে নির্বাচিত এসএমএস গুলো তুলে ধরা হবে আজকের আলোচনায় আসা করছি আলোচনা সাপেক্ষে আপনাদের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বাচ্চাগুলো দিয়ে সহযোগিতা করতে সক্ষম আমরা। নিচে বাছাইকৃত সেরা এই শুভ সকাল বার্তা গুলো তুলে ধরা হচ্ছে।
ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়,
ফুটলো সকাল কাটলো রাত,
তাই মিস্টি মুখে জানাই তোমায়
“”সুপ্রভাত””
সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই “” শুভ সকাল “”
যদি হাতে রাখো হাত,
আনবো ডেকে নতুন এক প্রভাত,
করবো শুরু নতুন করে দিন,
বন্ধু তোমায় জানাই,
“” Happy Good Morning “”
ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিস্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে .
“” শুভ সকাল “”
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,
তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি,
তুমি বর্ষার এক পশলা বৃস্টি,
তুমি মাজ রাতের পূর্ণিমার চাদ,
তুমি সকালের স্নিগ্ধ সূর্যের আলো,
তুমি হলে আমার বন্ধু ভীষণ ভালো,
******** সুপ্রভাত **********
রাতে মশার জ্বালা,
দিনে মাছির জ্বালা,
ভোরে পাখির জ্বালা ,
২৪ ঘন্টা এস এম এস এর জ্বালা,
সব ভুলে গিয়ে বলছি তোমায়,
“”” সুপ্রভাত ”””‘
শুভ সকাল শান্ত মন,
তুমি বন্ধু আছো কেমন ?
রাত পোহালো ভোর হলো,
আমি বন্ধু আছি ভালো,
ভালো থেকো সারাদিন ,
তোমাকে জানাই ….. গুড মর্নিং
স্নিগ্ধ আলো রোজ সকালে,
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম,
তোমার হৃদয়ের মন্দিরে,
***** Good Morning*****
আমি কল্পনাতে ভাসি, তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারায়, তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে,
শুভ সকাল জান,
চোখ খুলে দেখো দিগন্ত তোমায় ডাকছে,
পাখিরা আপন সুরে গাইছে মিস্টি গান,
সূর্য মামা তোমার জানালার ফাক দিয়ে আলো দিচ্ছে,
আর মোবাইল টা হাতে নিয়ে দেখো, কেউ তোমায়,,
গুড মর্নিং জানিয়েছে…….সুপ্রভাত…..
নিশি যখন ভোর হবে,
সুখ তারা গুলো নিভে যাবে,
সামনে আসবে নতুন একটা দিন,
দিন টা হোক অমলিন,
শুভ হোক তোমার প্রতিদিন.
**** শুভ সকাল *****
শিশির ভেজা কোমল হাওয়া,
নরম ঘাসের আলতো ছোঁয়া ।
মিষ্টি রোদের নরম আলো,
আখি মেলে দেখবে চলো !
সবাইকে—-*শুভ সকাল*
বৃষ্টির মাঝে সকাল সাঝে, মেঘের শব্দ কানেতে বাজে ।
তোমার সৃতি বুকের মাঝে, মনের ভেতর ঘন্টা বাজে ।
তাই জীবন কাটাবো প্রেম হীন,ভবিষ্যৎ হবে রঙিন ।
আবার এলো সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই গুডমর্নিং ।
ভোর বেলার প্রথম আলো আসলো চোখে ঢাকা,
সকাল বেলার নীল আকাশে মেলেছে পাখি পাখা,
গাছের পাতার রোদ বলছে, ফুরিয়ে গেলো রাত,
আজ সকালে তোমায় জানাই মিষ্টি সুপ্রভাত ।